আত্মপরিচয়

0
192

বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির

নিজেকে কয়জন চিনতে পারে-
বিশ্ব ব্রহ্মান্ডের এই ধরায়,
নিজেকে নিজে চিনতে পারলে
স্রষ্টার সন্ধান পাওয়া যায়।
কোথায় তাঁরে তালাশ করিস,
ওরে মন তুই ব্যাভুলা।
নিকট রেখে দূরে কেনো
খুঁজে করিস ঝামেলা।

মানুষ থুইয়া খোদার ভজন-
এ মন্ত্রণা পেলি কই?
মানব মাঝে সে বিরাজে
দেখতে যদি চাসরে তুই,
রিপু দমন কইরারে মন
দেখনা একবার ডুব মারি,
প্রেম সাগরে দে ভাসাইয়া-
আট কুঠুরীর দেহতরী।

মোহাম্মদী ইসলামের পাল,
দেরে নায়ে উড়িয়ে দে।
দেহতরীর মণি কোঠায়-
মনের মানুষ খুঁজে নে,
তার প্রেম সুধা পান করে তুই
নিজেকে নিজে চিনে নে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here