কবিতা

1
418

ধ্যান

ডা. মো. সাইয়েদূর রহমান মিঞা
আল্লাহর নৈকট্য লাভে, ধ্যানই উত্তম সোপান
ষড়রিপুর তাড়নায়, জীবাত্মা শক্তিশালী হয়।
আল্লাহ্ রাসুলের বিধান ভুলে, পাপাচারে লিপ্ত হয়,
গভীর ধ্যান সাধনায়, পরমাত্মা জাগ্রত হয়।
জীবাত্মাকে অধীন করে, আল্লাহর সাথে মিশতে হয়।
জগতের সকল মহামানব, ধ্যানে স্রষ্টাকে পান,
পনেরো বছর হেরাগুহায়, রাসুল (সা.) ধ্যানমগ্ন হন।
কদর রজনিতে হৃদয় কপাট খুলে, রিসালাত প্রাপ্ত হন।
বেলায়েতের ইমামগণও ব্যতিক্রম নন,
নুরময় সত্তা নিয়ে আল্লাহ্ প্রপ্তিতে,পথপ্রদর্শক হন।
স্রষ্টার দর্শন লাভে, ধ্যানের বিকল্প নাই,
সূফী সম্রাট দেওয়ানবাগী, আল্লাহ্ পাওয়ার পথ দেখান;
আল্লাহ্ রাসুলের নুর করে ধারণ, ধ্যান সাধনার শিক্ষা দেন।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here