অনলাইন ডেস্ক: করোনা পরিস্থিতির বৈশ্বিক বিবেচনায় এবার নতুন ভয়াবহ একটা পর্যায়ে ঢুকছে বিশ্ব বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে। ইতোমধ্যে করোনা আক্রান্ত রোগী কোটি ছাড়িয়েছে। পৃথিবী জুড়ে এ মহামারিতে মৃত্যু হয়েছে পাঁচ লাখের বেশি মানুষ।
সংস্থাটি বলছে, করোনার প্রকোপ তো শেষ হয়নি, শেষ হওয়ার কাছাকাছিও যায়নি। বরং ভাইরাসটির সংক্রমণের ভয়াবহ ধাপটি সামনে অপেক্ষা করছে। অবস্থা এমন চলতে থাকলে করোনা সংক্রমণের সবচেয়ে খারাপ পরিস্থিতির শঙ্কা করা হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়াসুস সতর্ক করে বলছেন, করোনা ভাইরাসের সংক্রমণের ভয়াবহ পরিস্থিতি সামনে অপেক্ষা করছে। এই রকম পরিবেশ ও অবস্থা চলতে থাকলে, আমরা সেই ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করছি।