কর্মসংস্থান তৈরিতে বিশ্বব্যাংকের ১০৫ কোটি ডলারের অর্থায়ন

0
272

অর্থনৈতিক ডেস্ক: মানসম্পন্ন কর্মসংস্থান তৈরি করতে এবং করোনা মহামারির ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে তিনটি প্রকল্পে বাংলাদেশকে ১০৫ কোটি ডলার অর্থায়ন করবে বিশ্বব্যাংক।

গত শনিবার এক বিবৃতিতে বিশ্ব ব্যাংক জানিয়েছে, বাংলাদেশকে করোন ভাইরাস মহামারি থেকে অর্থনৈতিক পুনরুদ্ধার ত্বরান্বিত করার পাশাপাশি ভবিষ্যতে সংকট মোকাবেলা করার লক্ষ্যে তিনটি প্রকল্পের জন্য এ অর্থ অনুমোদন করেছে।

বাংলাদেশ ও ভুটানের বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মেরসি টেমবোন বলেছেন, কোভিড-১৯ মহামারিটি দারিদ্র্য নিরসন ও জনমিতির সুবিধার সমৃদ্ধিতে বাংলাদেশের অনেক উল্লেখযোগ্য অর্জনকে গভীরভাবে বিপদে ফেলেছে। এই প্রকল্পগুলি ডিজিটাল অর্থনীতির ভিত্তি বাড়ানোর সাথে সাথে আরও বেশি উন্নত কর্মসংস্থান সৃষ্টি এবং বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে প্রত্যক্ষ বেসরকারি বিনিয়োগের মাধ্যমে জনগণ ও অর্থনীতিকে ফিরে আসতে সহায়তা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here