গুগল-ফেসবুকের অফিস খুললেও অধিকাংশ কর্মিরা থাকবেন বাসায়

0
484

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি এড়াতে আগেই অফিসে বন্ধ ঘোষণা করেছিল গুগল ও ফেসবুক। এবার তারা জানালো চলতি বছর বেশিরভাগ কর্মী বাসা থেকেই কাজ করবেন।

আগামী ১ জুন অফিস খোলার পরিকল্পনা ছিলো গুগলের। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় শুধু অল্প কয়েকজন কর্মীর জন্য জুলাইয়ে অফিস খুলছে গুগল। তবে বাসায় বসেই কাজ করবেন অধিকাংশ কর্মী। আগামী ৭ মাস তাদেরকে অফিসে যেতে হবে না।

ফেসবুক জানিয়েছে তারা ৬ জুলাই অফিস খুলবে। যে সব কর্মী বাসা থেকেই সব ধরনের কাজ করতে পারছেন তাদের অফিসে না আসলেও চলবে। তবে কোন বিভাগের কর্মীদের অফিসে আসা প্রয়োজন সে সম্পর্কে এখনো বিস্তারিত জানায়নি ফেসবুক।

ফেসবুকের মুখপাত্র জানিয়েছেন, অফিসে আসার বিষয়টা আসলে কর্মী ও তার পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

প্রযুক্তি কোম্পানীগুলোর মধ্যে সর্বপ্রথম ফেসবুকই কর্মীদেরকে বাসা থেকে কাজের নির্দেশ দিয়েছিল।
কিছু কোম্পানি অফিস বন্ধ রেখে নতুন করে সব সাজাচ্ছে। সামাজিক বিচ্ছিন্নতা বজায় রাখতে আসন ব্যবস্থাগুলোর মাঝে তারা দূরত্ব রাখছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here