দেওয়ানবাগ ডেস্ক: মোহাম্মদী ইসলামের নেতৃত্বপ্রদানকারী ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা. আ.) হুজুরের আহবানে পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর প্রতিচ্ছবি দেখা উপলক্ষ্যে আশেকে রাসুল (সা.) সম্মেলনে দেশে বিদেশে আশেকে রাসুলগণ বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপন করেন। এ উপলক্ষ্যে বিভিন্ন খানকায়ে মাহবুবীয়ায় আশেকে রাসুল মজলিসে মিলাদ মাহফিল ও শোকরানা নামাজ অনুষ্ঠিত হয়। নিম্নে তা উল্লেখ করা হলো:
নরসিংদী
গত ১৮ মে, বুধবার নরসিংদী জেলার মাধবদী আশেকে রাসুল জাকের মজলিসে পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর প্রতিচ্ছবি দেখা উপলক্ষ্যে আশেকে রাসুল মিলাদ মাহফিল ও শোকরানা নামাজ অনুষ্ঠিত হয়। পরিশেষে সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

হাতিরঝিল, ঢাকা
গত ১৫ মে, রবিবার রাজধানীর হাতিরঝিল থানাধীন আশেকে রাসুল ইকবালের বাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে মহান সংস্কারক সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী (রহ.) হুজুর কেবলাজানকে পূর্ণিমার চাঁদে দেখা উপলক্ষ্যে এই রজনির গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হয়। পরিশেষে সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

আশুলিয়া, ঢাকা
গত ১৮ মে, বুধবার ঢাকা জেলার আশুলিয়া থানার বাগবাড়ী খানকায়ে মাহবুবীয়ায় পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর প্রতিচ্ছবি দেখা উপলক্ষ্যে আশেকে রাসুল মিলাদ মাহফিল ও শোকরানা নামাজ অনুষ্ঠিত হয়। পরিশেষে সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

ভাটারা, ঢাকা
গত ১৮ মে, বুধবার রাজধানীর ভাটারা কুড়িল আশেকে রাসুল সবুজের বাসায় পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর প্রতিচ্ছবি দেখা উপলক্ষ্যে আশেকে রাসুল মিলাদ মাহফিল ও শোকরানা নামাজ অনুষ্ঠিত হয়। পরিশেষে সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

গজারিয়া, মুন্সীগঞ্জ
গত ১৭ মে, মঙ্গলবার মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলাধীন চাষী গ্রামে আশেকে রাসুল জুম্মনের বাড়িতে পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর প্রতিচ্ছবি দেখা উপলক্ষ্যে আশেকে রাসুল মিলাদ মাহফিল ও শোকরানা নামাজ অনুষ্ঠিত হয়। পরিশেষে সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

বাসাইল, নরসিংদী
গত ১৭ মে, মঙ্গলবার নরসিংদী জেলার বাসাইল আশেকে রাসুল শরীফের বাসায় পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর প্রতিচ্ছবি দেখা উপলক্ষ্যে আশেকে রাসুল মিলাদ মাহফিল ও শোকরানা নামাজ অনুষ্ঠিত হয়। পরিশেষে সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

মাতুয়াইল, ঢাকা
গত ১৫ মে, রবিবার রাজধানীর মাতুয়াইল খানকায়ে মাহবুবীয়ায় পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর প্রতিচ্ছবি দেখা উপলক্ষ্যে আশেকে রাসুল মিলাদ মাহফিল ও শোকরানা নামাজ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানটি বাবে রহমত থেকে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় আশেকে রাসুলগণ সংযুক্ত হয়। পরিশেষে সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

দক্ষিণখান, ঢাকা
গত ১৬ মে, সোমবার রাজধানীর দক্ষিণখান আশেকে রাসুল সবুজের বাসায় পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর প্রতিচ্ছবি দেখা উপলক্ষ্যে আশেকে রাসুল মিলাদ মাহফিল ও শোকরানা নামাজ অনুষ্ঠিত হয়। পরিশেষে সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

বরিশাল সদর
গত ১৬ মে, সোমবার বরিশাল জেলা সদর আশেকে রাসুল জাকের মজলিসে পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর প্রতিচ্ছবি দেখা উপলক্ষ্যে আশেকে রাসুল মিলাদ মাহফিল ও শোকরানা নামাজ অনুষ্ঠিত হয়। পরিশেষে সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

কুমিল্লা আদর্শ সদর
গত ১৬ মে, সোমবার কুমিল্লা জেলার আদর্শ সদর দুর্গাপুর খানকায়ে মাহবুবীয়ায় পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি উপলক্ষ্যে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে মহান সংস্কারক সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী (রহ.) হুজুর কেবলাজানকে চাঁদে দেখার ১৪ বছর পূর্তি উপলক্ষ্যে এই রজনির গুরত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। পরিশেষে সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

খিলক্ষেত, ঢাকা
গত ১৬ মে, সোমবার রাজধানীর খিলক্ষেত আশেকে রাসুল জাকের মজলিসে পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর প্রতিচ্ছবি দেখা উপলক্ষ্যে আশেকে রাসুল মিলাদ মাহফিল ও শোকরানা নামাজ অনুষ্ঠিত হয়। পরিশেষে সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

আদাবর, ঢাকা
গত ১৬ মে, সোমবার রাজধানীর আদবর থানা আশেকে রাসুল জাকের মজলিসে পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর প্রতিচ্ছবি দেখা উপলক্ষ্যে আশেকে রাসুল মিলাদ মাহফিল ও শোকরানা নামাজ অনুষ্ঠিত হয়। পরিশেষে সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

দাম্মাম, সৌদি আরব
গত ১৩ মে, শুক্রবার সৌদি আরবের দাম্মামে সূফী সম্রাট হুজুর কেবলাজানের সহধর্মিণী হযরত দয়াল মা (রহ.)-এর শুভ জন্মদিন উপলক্ষ্যে আশেকে রাসুল জাকের মজলিসে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে হযরত দয়াল মা (রহ.)-এর গৌরবময় জীবনের উপর আলোচনা করা হয়। পরিশেষে সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

রিয়াদ, সৌদিআরব
গত ১৫ মে, রবিবার সৌদি আরবের দাম্মাম আশেক রাসুল জাকের মজলিসে পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর প্রতিচ্ছবি দেখা উপলক্ষ্যে আশেকে রাসুল মিলাদ মাহফিল ও শোকরানা নামাজ অনুষ্ঠিত হয়। পরিশেষে সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।
