পবিত্র হজ কাদের উপর ফরজ?

0
252

ইসলামের ভিত্তি ৫টি ফরজ। তার মধ্যে হজ অন্যতম। ধনী ব্যক্তিদের উপরে জীবনে একবার হজ পালন করা ফরজ। তবে শর্তহলো এই যে, হজ করতে আগ্রহী ব্যক্তিকে সকল রকমের ঋণ থেকে মুক্ত হতে হয়। তাছাড়া হজ করতে যত টাকা ব্যয় হবে, তা নিজে পরিশোধ করতে হবে। কোনো রকমের ধার কর্জ করে হজ করা যাবে না। হজ করতে যাওয়ার সময় মনে রাখতে হবে, জীবনে আর ফিরে আসতে নাও পারি, সেভাবেই প্রয়োজনীয় সব ব্যবস্থা করে যেতে হবে।

এক কথায় ঋণ মুক্ত ধনী ব্যক্তিদের উপরে হজ করা ফরজ। আমাদের সমাজের মানুষের একটা বদ্ধমূল ধারণা হলো- হজ করলেই সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে এবং জান্নাত লাভ করা যায়। মূলত যে হজ আল্লাহ্র দরবারে কবুল হয়, ঐ ব্যক্তির সমস্ত গুনাহ আল্লাহ্ মাফ করে দেন এবং তার জন্য রয়েছে জান্নাতের শান্তি। হজ করার পরে একজন হাজিকে সততার সাথে বাকী জীবন পরিচালনা করা শর্ত। আমাদের সমাজে হজ করার পরে এর বিপরীত চিত্র দেখা যায়। মোট কথা- ধনী ব্যক্তির উপরে যেমন হজ ফরজ, তদ্রুপ হজের পরে সততার সাথে জীবন পরিচালনা করাও ফরজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here