অনলাইন ডেস্ক : করোনা ভাইরাস মহামারির কারণে পাল্টে যাচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনও। প্রথমবারের মতো এই বছর ভার্চুয়াল পদ্ধতিতে সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হবে। খবর এএফপি’র।
প্রতিবেদনে বলা হয়, বুধবার আন্তর্জাতিক সংস্থাটির সভাপতি এমন ঘোষণা দেন। জাতিসংঘের সদস্য দেশগুলোর কাছে চিঠিও পাঠিয়ে দিয়েছেন নাইজেরিয়ার তিজানি মুহাম্মাদ-বন্দে।
চিঠিতে বলা হয়, এখন পর্যন্ত আগামী ২২ থেকে ২৯ সেপ্টেম্বর এই অধিবেশনের তারিখ নির্ধারিত রয়েছে, যাতে বিশ্বনেতাদের আগে থেকে রেকর্ডকৃত ভাষণ সম্প্রচার করা হবে।
মুহাম্মাদ বন্দে লেখেন, আমি ধারণা করছি, বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারি ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক ভ্রমণ এবং সশরীরে উপস্থিতিতে ব্যাপক পরিসরে অধিবেশন আয়োজনের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে এবং সম্ভবত এই মহামারি ২০২০ সালের সেপ্টেম্বরেও বিভিন্ন মাত্রায় বিরাজমান থাকতে পারে।
তিনি বলেন, সদস্য রাষ্ট্রগুলোকে দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কোনো মন্ত্রী বা জাতিসংঘ দূতের পূর্ব প্রচারে নিষেধাজ্ঞা সম্বলিত (এম্বারগুয়েড) সর্বোচ্চ ১৫ মিনিটের একটি ভাষণ অধিবেশন শুরুর কমপক্ষে পাঁচ দিন আগে অবশ্যই জাতিসংঘে পাঠাতে হবে।