ফাতেহা শরীফ পাঠের নিয়ম কী?
আপনি পার্থিব যাবতীয় চিন্তামুক্ত হয়ে খেয়াল ক্বালবের মাঝে ডুবিয়ে দিয়ে আদব, ভক্তি, মহব্বত ও আজিজির সাথে নিম্নলিখিত নিয়মে ফাতেহা শরীফ পাঠ করবেন :
(ক) ‘আউজুবিল্লাহি মিনাশ শাইত্বানির রাজীম’-১ বার
(খ) ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’- একবার বলে; ‘আস্তাগ ফিরুল্লাহা রাব্বি মিন কুল্লি জামবিউ ওয়াতুবু ইলাইহি’- ৭ বার;
(গ) ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ একবার বলে ‘সূরা ফাতিহা’ (আলহামদুলিল্লাহ সূরা) -৩ বার;
(ঘ) ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ একবার বলে ‘সূরা ইখলাস’ (কুলহু আল্লাহ্ সূরা)- ১০ বার এবং
(ঙ) ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ একবার বলে ‘দরূদে মাহ্দী’ অর্থাৎ- ‘‘আল্লাহুম্মা সাল্লি‘ ‘আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিউ ওয়া ‘আলা ইমাম মাহ্দী রাহমাতাল্লিল ‘আলামিনা ওয়া আলিহী ওয়া সাল্লিম।’’ [অর্থ- হে আল্লাহ্! রহমতে কালেমা নাজিল করো আমাদের নেতা সৃষ্টিকুলের করুণার আধার হযরত মুহাম্মদ (সা.) ও ইমাম মাহ্দী এবং তাঁদের পরিবার-পরিজনদের উপর।]