নামাজের শুরুতে করণীয় কি?
আপনি কেবলামুখি হয়ে নামাজে দাঁড়িয়ে দুই চক্ষু বন্ধ করে খেয়াল ক্বালবে ডুবিয়ে দিয়ে আল্লাহ্ তায়ালাকে লক্ষ্য করে মনে মনে বলবেন, ‘‘ওগো দয়াল মাওলা, দয়াল খোদা! তোমাকে দেখার মতো যোগ্য চক্ষু আমার নাই, তাই আমি তোমাকে দেখি না; কিন্তু তুমি আমাকে দেখছ। তোমার কথা শোনার মতো যোগ্য কান আমার নাই, তাই আমি শুনি না; কিন্তু তুমি আমার কথা শুনছ।’’ এমনিভাবে খেয়াল ক্বালবে ডুবিয়ে হুজুরি দিলে বা একাগ্রতার সাথে নিয়ম অনুযায়ী নামাজ আদায় করবেন।