প্রশ্ন- একটি পশু সর্বোচ্চ কতজনের পক্ষ থেকে কোরবানি করা যায়?
উত্তর- আরবি ‘কুরবুন’ শব্দ থেকে ‘কোরবানি’ শব্দের উৎপত্তি। যার অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা। পশু কোরবানির মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করে থাকে বিধায় ইসলামে এর গুরুত্ব অপরিসীম। কোরবানি হয় আল্লাহ্র নামে, কোনো মানুষের নামে নয়। তবে কোরবানি দাতার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করতে হয়। ইসলামের নিয়ম অনুযায়ী উট, গরু, মহিষ, দুম্বা, বকরী, মেষ, ভেড়া দিয়ে কোরবানি করতে হয়। এককথায় চতুস্পদ কোনো হালাল প্রাণী দিয়েই কোরবানি করা ওয়াজিব। একটি উট, গরু বা মহিষ সর্বোচ্চ ৭ জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করা যায়। তবে একজন ব্যক্তি একটি পশু দ্বারা কোরবানি করতে পারেন। অর্থাৎ- একটি উট, গরু বা মহিষ একজন, ৩ জন, ৫ জন বা ৭ জনের পক্ষ থেকে কোরবানি করা যায়। আর অন্যদিকে একটি বকরী, দুম্বা, মেষ বা ভেড়া মাত্র একজনের পক্ষ থেকেই কোরবানি করতে হয়।
জেনে রাখা দরকার যে, কোরবানির পশুর মাংস গরিব দুঃখীদের মাঝে দান করা উত্তম। এক্ষেত্রে পশুর মাংসের ১/৩ অংশ অর্থাৎ- ৩ ভাগের ১ ভাগ গরিব দুঃখীদের দেওয়া বাঞ্ছনীয়।
আমিন