১. ওযু করার সময় করণীয় কী?
আপনি ওযু করার সময় মনে মনে খেয়াল করবেন, পানি দিয়ে আপনার জহেরি হাত, মুখ, নাক, মুখমণ্ডল, মাথা, কান, গলা এবং পা ধুয়ে দেহ যেমন পবিত্র করছেন, তেমনি বাতেনি হাত, মুখ, নাক, মুখমণ্ডল, মাথা, কান, গলা এবং পা-ও মুর্শেদের ফায়েজ দিয়ে ধৌত করে আত্মা পবিত্র করছেন। অতঃপর আজিজি করে আল্লাহ্ তায়ালার সাহায্য কামনা করবেন, যাতে আপনার অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে কোনো রকম পাপের কাজ সংঘটিত না হয়।
২. নামাজের শুরুতে করণীয় কী?
আপনি কেব্লামুখী হয়ে নামাজে দাঁড়িয়ে দুই চক্ষু বন্ধ করে খেয়াল ক্বাল্বে ডুবিয়ে দিয়ে আল্লাহ্ তায়ালাকে লক্ষ্য করে মনে মনে বলবেন, ‘‘ওগো দয়াল মাওলা দয়াল খোদা! তোমাকে দেখার মতো যোগ্য চক্ষু আমার নাই, তাই আমি তোমাকে দেখি না; কিন্তু তুমি আমাকে দেখছ। তোমার কথা শোনার মতো যোগ্য কান আমার নাই, তাই আমি শুনিনা; কিন্তু তুমি আমার কথা শুনছ।’’ এমনিভাবে খেয়াল ক্বাল্বে ডুবিয়ে হুজুরি দিলে বা একাগ্রতার সাথে নিয়ম অনুযায়ী নামাজ আদায় করবেন।
আলহামদুলিল্লাহ্। অযুর সম্পর্কে অনেক মূল্য আলোচনা।
আলহামদুলিল্লাহ
আমিন
আলহামদুলিল্লাহ্। অযুর সম্পর্কে অনেক মূল্যবান আলোচনা