প্রশ্নোত্তর

0
257

ফায়েজ বলতে কী বুঝায়?

ফায়েজ শব্দের আভিধানিক অর্থ-প্রেমের প্রবাহ। আল্লাহ্ তায়ালার যে মহাশক্তির সাহায্যে সমগ্র বিশ্বজগত পরিচালিত হচ্ছে, তাকেই ফায়েজ বলে। মহান আল্লাহর পক্ষ থেকে প্রতিদিন পাঁচ প্রকার ফায়েজ ওয়ারেদ বা অবতীর্ণ হয়। যথা- ১. ফজর ওয়াক্ত হতে যোহর ওয়াক্তের পূর্ব পর্যন্ত ‘কুয়াতে এলাহীয়ার ফায়েজ’ ২. যোহর ওয়াক্ত হতে আছর ওয়াক্তের পূর্ব পর্যন্ত ‘হযরত রাসুল (সা.)-এর মহব্বতের ফায়েজ’ ৩. আছর ওয়াক্ত হতে এ’শার ওয়াক্তের পূর্ব পর্যন্ত অর্থাৎ- আছর ও মাগরিব ওয়াক্তে ‘তাওবা ও তাওবা কবুলিয়াতের ফায়েজ’ ৪. এ’শার ওয়াক্ত হতে রাত্রির দুই-তৃতীয়াংশ সময় পর্যন্ত ‘গাইরিয়াতের ফায়েজ’ এবং ৫. রাত্রির দুই তৃতীয়াংশ অতিবাহিত হওয়ার পর হতে ফজর ওয়াক্তের পূর্ব পর্যন্ত অর্থাৎ- তাহাজ্জুদের ওয়াক্ত বা রহমতের সময় ‘রহমতের ফায়েজ’ ওয়ারেদ হয়। এজন্য ফজর ওয়াক্তে কুয়াতে এলাহীয়ার ফায়েজ, যোহর ওয়াক্তের হযরত রাসুল (সা.)-এর মহব্বতের ফায়েজ, আছর ও মাগরিব ওয়াক্তে তাওবা কবুলিয়াতের ফায়েজ, এ’শার ওয়াক্তে গাইরিয়াতের ফায়েজ এবং রহমতের সময় রহমতের ফায়েজ হাসিল করতে হয়। সাধককে মোরাকাবার মাধ্যমে এই ফায়েজ হাসিল করতে হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here