প্রশ্নোত্তর

0
303

ফিতরা বলতে কী বুঝায়?
ফিতরাকে হাদিসের ভাষায় সাদাকাতুল ফিতর বলে। এটি আদায়ের মাধ্যমে রোজার দোষত্রুটি দূর হয়ে রোজা পবিত্র হয় এবং গরিব, মিসকিনদের খাদ্যের ব্যবস্থা হয়। ঈদুল ফিতরের নামাজের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বেই ফিতরা আদায় করা উত্তম।

মোহাম্মদী ইসলামের বিধান অনুযায়ী জনপ্রতি ফিতরার পরিমাণ হলো ন্যূনতম অর্ধ সা‘ বা পৌনে দুই সের গম কিংবা আটা বা এর সমপরিমাণ মূল্যের অর্থ। এ প্রসঙ্গে আল্লাহর রাসুল (সা.) এরশাদ করেন, “ছোট কিংবা বড়, স্বাধীন কিংবা দাস-দাসী, পুরুষ কিংবা নারী, তোমাদের প্রতি দুই জনের পক্ষ থেকে এক সা‘ গম নির্ধারণ করা হলো (একজন হলে অর্ধ সা‘)। তোমাদের মধ্যে যারা ধনী, (ফিতরা আদায় করার ফলে) তাদের আল্লাহ্ পবিত্র করবেন। আর যারা গরিব, তাদেরকে আল্লাহ্ তাদের দানের তুলনায় আরো অধিক দান করবেন।” (আবু দাউদ শরিফ-১ম খণ্ড, পৃষ্ঠা-২২৮)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here