যাকাতের নিসাব কী?
উত্তর: কোনো স্বাধীন, জ্ঞানবান ও প্রাপ্ত বয়স্ক মুসলমান যদি সাড়ে বায়ান্ন তোলা রূপা (প্রায় ৬১৩ গ্রাম) অথবা সাড়ে সাত তোলা স্বর্ণ (প্রায় ৮৮ গ্রাম) কিংবা সমমূল্যের টাকা বা ব্যবসায়িক মালের মালিক হয়, তবে এ মালকে শরিয়তের পরিভাষায় ‘যাকাতের নিসাব’ বলা হয়। উক্ত মাল এক বছর কাল তার মালিকানাধীন থাকলে তার উপর যাকাত আদায় করা ফরজ হবে। যে ব্যক্তি উল্লিখিত পরিমাণ মালের মালিক হবে, তাকে মালিকে নিসাব বা সাহিবে নিসাব বলা হয়। অবশ্য এ মাল ঋণমুক্ত এবং তার মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হতে হবে। উক্ত মালের চল্লিশ ভাগের এক ভাগ হিসাবে সাড়ে ২০ শতাংশ অর্থাৎ একশত টাকায় দুই টাকা পঞ্চাশ পয়সা হারে হিসাব কষে যাকাত আদায় করে দিতে হবে। যাকাত দিতে হবে সন্তুষ্টচিত্তে। মনে রাখতে হবে, এ পৃথিবীতে আমি কোনো সম্পদ নিয়ে জন্মগ্রহণ করিনি। আমার সকল সম্পদই আল্লাহ্ প্রদত্ত, যার কাছে আমাকে ফিরে যেতে হবে। সুতরাং আমি আল্লাহ্ প্রদত্ত সম্পদ থেকে তাঁর নির্দেশ মোতাবেক যাকাত আদায় করছি।