নাসার নিউক্লিয়ার শক্তিচালিত নিউ হরাইজন নামের মহাকাশ যানটি বছরের শুরুতেই এনে দিয়েছে সুখবর। মহাকাশ ভ্রমণের ইতিহাসে পৃথিবী থেকে সবচেয়ে দূরে গিয়ে কোনো বস্তুকে পরখ করার রেকর্ড ভেঙে দিয়েছে নাসার এই যানটি। সায়েন্স জার্নালের ওয়েবসাইট থেকে জানা যায়, ১ জানুয়ারি এটি ৩৬ কিলোমিটার প্রশস্ত একটি রহস্যজনক বস্তুর সামনে দিয়ে যায়, যা কিনা পৃথিবী থেকে প্রায় ৬৬০ কোটি কিমি দূরে অবস্থিত।
বিজনেস ইনসাইডারের তথ্য মতে, বস্তুটির নাম এমইউ ৬৯, যা আরোকাথ নামেও পরিচিত। এই বস্তুটি নেপচুনের বাইরে কুইপার বেল্ট নামের একটা এলাকায় অবস্থান করছে। এই এলাকায় এমন অনেক বস্তু আছে, যা কিনা আমাদের সৌরজগৎ সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত তেমন কোনো পরিবর্তনের মধ্য দিয়ে যায়নি। ফলে বিজ্ঞানীরা পাচ্ছেন এসব বস্তুর বৈশিষ্ট্য থেকে আমাদের উৎপত্তি সম্পর্কে গবেষণা করার রসদ। নিউ হরাইজন মহাকাশ যানটি আরো কাথের সামনে দিয়ে ঘণ্টায় ৩২ হাজার মাইল বেগে যাওয়ার সময় শত শত ছবি তুলে পাঠিয়েছে। ছবিগুলো এরই মধ্যে বিজ্ঞানীদের সৌরজগতের বিবর্তন সম্পর্কে অনেক ধারণা দিয়েছে।