রোদে দ্রুত ধ্বংস হয় করোনাভাইরাস

0
266

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা রোদে দ্রুত করোনাভাইরাস ধ্বংস হয় বলে এক গবেষণায় দাবি করেছেন। দেশটির ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা বৃহস্পতিবার এ তথ্য দিয়েছেন। খবর টাইমস লাইভের।
হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়েছে, গবেষণাটির ফল এখনো প্রকাশ করা হয়নি। বর্তমানে গবেষণাটির মূল্যায়ন চলছে।

এ প্রসঙ্গে হোমল্যান্ডের সিকিউরিটি সেক্রেটারি বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা উইলিয়াম ব্রায়ান বলেন, সরকারের অর্থায়নে বিজ্ঞানিরা গবেষণা করে দেখেছেন- অতি বেগুনি রশ্মি ভাইরাস ধ্বংস করে দেওয়ার ব্যাপারে কার্যকর। সেই হিসেবে এ বছরের গ্রীষ্মে করোনাভাইরাসের প্রকোপ কমে যেতে পারে।

তিনি আরো বলেন, আমাদের গবেষকরা গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখেছেন- সূর্যের আলোতে ভাইরাস ধ্বংস হয়ে যায়। সেটা যেমন কোনো পদার্থের ওপর পড়ে থাকা ভাইরাস ধ্বংস করতে পারে, একইভাবে কোনো কিছুর ওপর পড়ে যাওয়ার আগে বাতাসেও এটি ধ্বংস হয় অতি বেগুনি রশ্মিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here