শ্রেষ্ঠ শিক্ষক

0
329

ডা. মো. সাইয়েদূর রহমান মিঞা

আল্লাহ্র ভালোবাসা ও ক্ষমা পেতে
রাসুল (সা.)-এর অনুসরণ প্রয়োজন-
দুনিয়ায় সবচেয়ে ভালোবাসতে হবে
রাসুল (সা.)-কে, তবে হবে মুমিন।
রাসুলকে ভালোবেসে আশেক হওয়ার
শিক্ষাই দেন সূফী সম্রাট দেওয়ানবাগী।
করেছেন অনেক সংস্কার, সঠিক ধর্ম-কর্মে
সন্তুষ্টি লাভ রাসুল ও আল্লাহ্র
সুন্দর চরিত্র গঠন করে আদর্শবান হওয়ার
শিক্ষাই দেন সূফী সম্রাট দেওয়ানবাগী ।
কেমন মহামানব (শিক্ষক) আগমন করলেন
বাংলায় তথা বিশ্বজগতে,
প্রমাণ করলেন আল্লাহ্ আকার,
যা সমর্থন করে আল-কুরআন ও রাসুলের হাদিস,
প্রনয়ণ করলেন ‘তাফসীরে সূফী সম্রাট দেওয়ানবাগী’
তিনিই যে যুগের শ্রেষ্ঠ শিক্ষক।
কুরআনে আল্লাহ্ ফরমান: আমি রহমান,
জানতে যদি চাও, যে জানে তাঁর কাছে যাও,
যাকে পথভ্রষ্ট করেছেন আল্লাহ্,
তার ভাগ্যে নাই আল্লাহ্র বন্ধু পথপ্রদর্শক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here