সূফী সম্রাট দেওয়ানবাগী হুজুর কেবলাজানের পক্ষ থেকে দেশব্যাপী ত্রাণ কার্যক্রম অব্যাহত

2
539
সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী (মাঃ আঃ) হুজুর কেবলাজান।

বিশেষ সংবাদদাতা : মহান সংস্কারক, মোহাম্মদী ইসলামের পুনর্জীবনদানকারী সূফী সম্রাট হযরত সৈয়দ মাহ্বুব-এ-খোদা দেওয়ানবাগী (মা. আ.) হুজুর কেবলাজানের পক্ষ থেকে দেশব্যাপী মানবিক সহায়তা অব্যাহত রয়েছে।

মানবিক সহায়তার অংশ হিসেবে রাজধানী ঢাকা-সহ দেশে-বিদেশে এই ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। সূফী সম্রাট হুজুর কেবলাজানের পক্ষ থেকে মানবিক ত্রাণ কার্যক্রমে তাঁর জ্যেষ্ঠ সাহেবজাদা ইমাম ড. সৈয়দ এ এফ এম নূর-এ-খোদা আল আজহারী (মা. আ.), মেজো সাহেবজাদা ইমাম ড. আরসাম কুদরত এ খোদা (মা. আ.), সেজো সাহেবজাদা ইমাম ড. সৈয়দ এ এফ এম ফজল-এ-খোদা (মা. আ.) ও কনিষ্ঠ সাহেবজাদা ইমাম ড. সৈয়দ এ এফ এম মঞ্জুর-এ-খোদা (মা. আ.) সারা দেশে করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্থ, দুস্থ ও অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছিয়ে দিচ্ছেন। এই ত্রাণ কার্যক্রমটি মহান আল্লাহর অপার দয়ায় বিশ্বের সংকটময় পরিস্থিতিতে সারা বাংলাদেশে অব্যাহত থাকবে।

গত ১৭ এপ্রিল শুক্রবার রাজধানীর উত্তরখান, দক্ষিণখান, কামরাঙ্গীরচর, মুগদা ও কদমতলী থানার বিভিন্ন এলাকায় সূফী সম্রাট হুজুর কেবলাজানের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া সুফী সম্রাট হযরত দেওয়ানবাগী (মা. আ.) হুজুর কেবলাজানের পক্ষ থেকে রাজধানীর ফকিরাপুল, আরামবাগ ও মতিঝিল এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোজাম্মেল হক। সেসময় তার সাথে সহযোগীতায় ছিলেন- বিশিষ্ট শিল্পপতি আশেকে রাসুল সালাউদ্দীন রতন।

গত ১৭ এপ্রিল, শুক্রবার টঙ্গীর তুরাগ থানার বিভিন্ন এলাকায় লকডাউন পরিস্থিতিতে করোনায় ক্ষতিগ্রস্থ অসহায়দের মাঝে সূফী সম্রাট দেওয়ানবাগী (মা. আ.) হুজুর কেবলাজানের পক্ষ থেকে তাঁর সাহেবজাদাগণের নির্দেশনায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

মহান সংস্কারক সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী (মা. আ.) হুজুর কেবলাজানের পক্ষ থেকে গত ২০ এপ্রিল, সোমবার রাজধানীর যাত্রাবাড়ীতে সম্মিলিতভাবে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য দ্রব্য ও নগদ অর্থ প্রদান করা হয়।

বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় শান্তির দূত সূফী সম্রাট হুজুর কেবলাজানের আহবানে সাড়া দিয়ে সারাদেশের আশেকে রাসুলেরাও ক্ষতিগ্রস্থ অসহায়দের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী প্রদানের মাধ্যমে প্রতিটি জেলায় ব্যাপকভাবে মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছেন।

2 COMMENTS

  1. মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া তার প্রিয় বন্ধু সূফী সম্রাট হুজুর আমাদেরকে এই কঠিন পরিস্থিতিতে এান দিয়ে সহযোগিতা করেছেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here