সূফী সম্রাট দেওয়ানবাগী হুজুর কেবলাজানের পক্ষ থেকে দেশব্যাপী ত্রাণ সহায়তা অব্যাহত

4
805
সূফী সম্রাট হযরত মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী (মাঃ আঃ) হুজুর কেবলাজান ।

বিশেষ সংবাদদাতা : মহান সংস্কারক, মোহাম্মদী ইসলামের পুনর্জীবনদানকারী সূফী সম্রাট হযরত সৈয়দ মাহ্বুব-এ-খোদা দেওয়ানবাগী (মা. আ.) হুজুর কেবলাজানের পক্ষ থেকে দেশব্যাপী ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে।

সূফী সম্রাট হুজুর কেবলাজান করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের শুরু থেকেই ক্ষতিগ্রস্থ দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রায় দুই মাস যাবৎ ত্রাণ সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। লকডাউন পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের অভাবের কারণে তিনি কোথাও কোথাও দুই তিন ধাপে ত্রাণ কার্যক্রম চালু রাখেন।

সূফী সম্রাট হুজুর কেবলাজানের পক্ষ থেকে মানবিক ত্রাণ কার্যক্রমে তাঁর জ্যেষ্ঠ সাহেবজাদা ইমাম ড. সৈয়দ এ এফ এম নূর-এ-খোদা আল আজহারী (মা. আ.), মেজো সাহেবজাদা ইমাম ড. আরসাম কুদরত এ খোদা (মা. আ.), সেজো সাহেবজাদা ইমাম ড. সৈয়দ এ এফ এম ফজল-এ-খোদা (মা. আ.) ও কনিষ্ঠ সাহেবজাদা ইমাম ড. সৈয়দ এ এফ এম মঞ্জুর-এ-খোদা (মা. আ.) সারা দেশে করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্থ, দুস্থ ও অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছিয়ে দিচ্ছেন। এই ত্রাণ কার্যক্রমটি মহান আল্লাহর অপার দয়ায় বিশ্বের সংকটময় পরিস্থিতিতে সারা বাংলাদেশে অব্যাহত থাকবে।

সারা দেশে ব্যাপকভাবে এই সহায়তা কার্যক্রমের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে আছেন দেওয়ানবাগ শরীফের পরিচালক, সমন্বয়ক ও সমস্যার ফয়সালাকারী মেজো সাহেবজাদা ইমাম ড. আরসাম কুদরত এ খোদা (মা. আ,)।

সূফী সম্রাট হুজুর কেবলাজানের পক্ষ থেকে দেশব্যাপী মানবিক সহায়তা প্রদানের অংশ হিসেবে ঢাকার মতিঝিল, আরামবাগ, গেন্ডারিয়া, মিরপুর, সাভার, আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া বাংলাদেশের বিভিন্ন জেলায় ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। ঝিনাইদহ, গাইবান্ধা, কুমিল্লা, রাজশাহী, কুষ্টিয়া জেলাসহ বিভিন্ন উপজেলায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়।

বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় শান্তির দূত সূফী সম্রাট হুজুর কেবলাজানের আহবানে সাড়া দিয়ে সারাদেশের আশেকে রাসুলেরাও ক্ষতিগ্রস্থ অসহায়দের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী প্রদানের মাধ্যমে প্রতিটি জেলায় ব্যাপকভাবে মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছেন।

4 COMMENTS

  1. আল্লাহর বন্ধু দেওয়ানবাগী হুজুর সারা বাংলাদেশ সহ বহির বিশ্বে সব রাষ্টে ত্রান বিতারন করতেছেন যা বিশ্বের বুকে কেউ করেনাই,আপনার কার্যক্রম খুব ভালো লেগেছে

  2. এমন দূর্দিনে আল্লাহর মহান বন্ধু তার মহত্বের মহিমায় প্রমান করে দিলেন তিনি আল্লাহর রঙে রঙিন,আল্লাহর গুনে গুনি,শত কুটি কদম বূচী মহান মালিকের কদম মোবারকে🙏

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here