দেওয়ানবাগ প্রতিবেদক : করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য ও কৃষি খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামী অর্থবছরের জন্য ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ঘোষণা করবে সরকার। চলতি অর্থবছরের মূল এডিপির আকার ২ লাখ ২ হাজার ৭২১ কোটি টাকা। সেই হিসাবে মূল এডিপির আকার বাড়ছে মাত্র ১ দশমিক ২ শতাংশ। যদিও আগের অর্থবছরগুলোতে এডিপি বেড়েছে সর্বনিম্ন ১১ শতাংশ।
আগামী মাসের প্রথম সপ্তাহে পরিকল্পনা মন্ত্রণালয় এডিপির আকারের প্রস্তাব চূড়ান্ত করবে। সাধারণত ১৫ মের মধ্যে এডিপি জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় পাস করা হয়।
আগামী অর্থবছরের এডিপিতে স্বাস্থ্য ও কৃষি খাতের প্রকল্পগুলোকে বেশি প্রাধান্য দিয়ে বরাদ্দ দেওয়া হবে। নতুন প্রকল্পের তালিকায় এই দুটি খাতকে বেশি গুরত্ব দেওয়া হচ্ছে। এছাড়া বড়ো বড়ো প্রকল্প অর্থাৎ সরকারের অগ্রাধিকারের প্রকল্পে বরাদ্দ বেশি দেওয়া হবে। কোন প্রকল্পে কত বরাদ্দ দেওয়া হবে, তা নিয়ে এখন পরিকল্পনা মন্ত্রণালয় কাজ করছে। সব মিলিয়ে এবার প্রকল্প সংখ্যা দেড় হাজারের মতো হবে।
সাধারণত মূল এডিপির বাইরে উন্নয়ন কর্মকাণ্ডে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন খরচও অন্তর্ভুক্ত করা হয়। জানা গেছে, আগামী অর্থবছরে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন খরচ ১০ হাজার কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ রাখা হচ্ছে। সেই হিসাবে সব মিলিয়ে এডিপির আকার দাঁড়াবে ২ লাখ ১৫ হাজার কোটি টাকার মতো।