অনলাইন ডেস্ক : সৌদি আরবের রাজ পরিবারের ১৫০ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে দ্য নিউইয়র্ক টাইমস। পত্রিকাটি জানিয়েছে, রাজপরিবারের ঘনিষ্ঠ এক ব্যক্তি এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আক্রান্ত সব সদস্যের পরিচয় জানায়নি পত্রিকাটি।
রিয়াদের গভর্নর প্রিন্স ফয়সাল বিন বন্দর বিন আব্দুলাজিজ আল সৌদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউতে রয়েছেন। কিং ফয়সাল হাসপাতালের দুই চিকিৎসক ও রাজ পরিবারের ঘনিষ্ঠ দুই ব্যক্তি বিষয়টি নিউইয়র্ক টাইমসকে নিশ্চিত করেছেন। প্রিন্স ফয়সাল বাদশাহ সালমানের ভাতিজা।
৮৪ বছর বয়সী বাদশাহ সালমান জেদ্দা শহরের কাছে লোহিত সাগরের একটি দ্বীপে অবস্থান করছেন। করোনাভাইরাস থেকে রেহাই পেতেই সুরক্ষিত ওই দ্বীপে অবস্থান করছেন তিনি। তার ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমান একই দ্বীপে কয়েকজন মন্ত্রীর সঙ্গে অবস্থান করছেন।
সৌদি আরবে প্রথম করোনা ভাইরাস ধরা পড়ার ছয় সপ্তাহ পর জানা গেল দেশটির রাজ পরিবারের ১৫০ সদস্যও ভাইরাসটিতে আক্রান্ত। দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৩ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ৪১ জনের।