১২ দেশে পৌঁছাতেই পারেনি প্রাণঘাতী করোনা

1
504

অনলাইন ডেস্ক: গত ৩১ ডিসেম্বর চীনে শনাক্ত হয়েছিল নতুন এক ভাইরাস, বিজ্ঞানীরা যার নাম দেন নোভেল করোনা ভাইরাস। নতুন এ ভাইরাসটি সহজেই মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ায় দ্রুত ব্যবস্থা নিয়েও আটকানো যায়নি এর সংক্রমণ। ফলাফল, মাত্র সাত মাসের মধ্যেই বিশ্বের প্রায় প্রতিটি কোণে পৌঁছে গেছে প্রাণঘাতী এ ব্যাধি-খবর আল-জাজিরার।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির হিসেবে, বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেড় কোটির উপরে। মারা গেছেন ৬ লাখেরও বেশি মানুষ। প্রাণঘাতী এ ভাইরাস এতটাই অপ্রতিরোধ্য যে, এক দেশে সংক্রমণ কমছে তো বেড়ে যাচ্ছে আরেক দেশে। যেখানে কমে গেছে বলে মনে হচ্ছে, সেখানে আবারও আঘাত হানছে এ মহামারি। এভাবে দেখতে দেখতেই বিশ্বের ১৮৮টি দেশে পৌঁছে গেছে নোভেল করোনা ভাইরাস। তবে বৈশ্বিক এ দুর্গতির মধ্যেও কিছু দেশ রয়েছে যেখানে এখনো মানুষজন নির্বিঘ্নে ঘোরাফেরা করছে। এসব দেশে এখনো করোনা সংক্রমণের খবর পাওয়া যায়নি।

এরকম কয়েকটি দেশ হলো: কিরিবাতি, মার্শাল আইল্যান্ড, মাইক্রোনেশিয়া, নাউরু, পালাউ, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ, টোঙ্গা, তুর্কমেনিস্তান, টুভালু, ভানাতু। করোনার সংক্রমণমুক্ত দেশের তালিকায় উত্তর কোরিয়ার নামও আসে। তবে দেশটি সত্যিই করোনামুক্ত কি না তা নিয়ে সন্দেহ রয়েছে বিশেষজ্ঞদের। কারণ উত্তর কোরিয়ার অভ্যন্তরীণ তথ্য খুব কড়াভাবে নিয়ন্ত্রণ করে দেশটির সরকার, ফলে এসব তথ্য পাওয়া বহির্বিশ্বের জন্য বেশ কঠিন।

1 COMMENT

  1. মহান রাব্বুল আলামিন তার অলী বন্ধুদের উছিলায় আমাদের প্রতিটি মানুষ কে এমন ব্যাধি হতে নিরাপদে রাখুক আমিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here